Assalamu Walaikum / Hello ,
আমি Aryan, DigitalOcean এর App Platform এ software engineer হিসাবে আছি । Recently, কয়েকজন ভাই তাদের interview নেয়ার জন্য বলেছেন । তাই, আমি কিছু mock interview নেয়ার কথা চিন্তা করছি ।
DigitalOcean এর আগে আমি Germany'র অন্য ২ টি company সহ আরো কয়েকটা company / team এর সাথে কাজ করার সুযোগ পেয়েছি । এছাড়া, আরো অনেক reknowned companies like HelloFresh, DeliveryHero, Zalando, Nord Security, Tier Mobility, Remerge, Get Ground সহ অন্যান্য company তে interview দেয়ার + অনেক গুলো থেকেই offer এসেছে alhamdulilah. আর যেগুলো থেকে আসে নি, সেসব interview থেকে অনেক কিছুই শিখতে পেরেছি । Specially company গুলো technically আর culturally কি কি বিষয় জানতে চায়, কি কি পছন্দ করে আর কি কি করে না ।
Why mock interviews?
প্রথমত, শুধু এসব সম্পর্কে শুনে interview face করতে গেলে অনেকেই difficulties face করেন । ২য়ত, এটা একটা ice breaker হিসাবে কাজ করতে পারে । তবে, সব থেকে beneficial হতে পারে নিজেকে evaluate করার বিষয় টা ।
Interested?
- এটা একটা proper interview এর মত আমরা treat করবো । So, try to be on time :) । Interview শেষে বা পরে আমি আমার feedback জানিয়ে দিবো ।
- Preparation নিয়ে আসা recommended ।
- Video call করতে চাইলে camera on করতে পারেন। । যদি camera on করেন,
- Proper and modest dress এ আসাটা recommended
- If you are a female, মাহরাম সাথে রাখা বাধ্যতামূলক । মাহরাম এর camera তে না আসলেও হবে ।
- It will not be framework specific.
- যদি চান, পুরোটা English এ interview দিতে পারেন ।
- CV / Resume
- Topic গুলো চেষ্টা করবো আপনার CV specific করতে । তবে কিছু out of CV topic ও থাকবে / থাকতে পারে ।
- Make sure to share your CV ।
- Invitation এর email এ, linked in এ বা কোনো link এ CV share করতে পারেন ।
- Topic গুলো backend oriented, DSA এর কিছু বিষয় থাকতে পারে, তবে fully focused DSA interview আরো পরের জন্য plan করছি ।
- মূলত Backend Engineer (1,2,3) level এর context এ interview নিতে পারবো ।
- আপনার personal/interview information অন্য কারো সাথেই share করা হবে না। এখানে আমরা বলতে আমি একাই :P
- Confusion থাকলে reachout করতে পারেন linkedin এ ।
Topic
- Backend Engineering topics
- Languages Go, PHP । যদি অন্য language এ আপনার expertise থাকে, আমি তাহলে ঐ language নিয়ে কিছু একটা বলবো না । Besides, it's not gonna be too language specific anyways.
- Relation database
- Platform Engineering topics (coming soon inshallah)
- Data Structure & Algorithm (coming soon inshallah)